মেহেরপুরের গাংনীতে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে বিয়ে করতে এসেছেন বর তুলিপ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুন্সিপাড়া থেকে হাতি, ঘোড়া, গরু ও মহিষের গাড়ি বহর নিয়ে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের সানজিদা আক্তার শাওনকে বিয়ে করতে কনের বাড়ীতে আসেন বর তুলিপ।
শাওন মদনা গ্রামের আকছেদ আলীর মেয়ে ও তুলিপ গাড়াডোব মুন্সিপাড়ার ময়নাল হকের ছেলে। যান্ত্রিক যুগে এ ব্যতিক্রমী বিয়ে বহর দেখতে রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভিড় লেগে যায় ।
বর তুলিপ বলেন, সকলেই মনে মনে একটু ব্যতিক্রম কিছু করতে চায়। সে উদ্দেশ্য এবং পিতার শখ পূরণের জন্য তার এ হাতিতে চড়ে বিয়ে করা।
বরের আত্মীয় আখেরুজ্জামান জানান, করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ ধরনের উদ্যোগ নেয়া ঠিক হয়নি। তবে বরের পিতা ময়নাল হকের শখ পুরণে অল্প সংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়েছে।
বর্তমানে সব কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এ ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে স্বরণ করিয়ে দিয়েছে বার বার।