১’শ ৫০ বোতল ফেনসিডিলসহ আবু হানিফ (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে গাংনীর ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গতকাল শুক্রবার ভোররাতের দিকে গাংনী উপজেলার রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু হানিফ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের আবু তাহেরের ছেলে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহির রায়হানের নেতৃত্বে পুলিশের এএসআই আশরাফ আলীসহ পুলিশের একটি টীম অভিযানে অংশ নেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান,গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের মধ্য দিয়ে দিয়ে কাভার্ডভ্যানে মাদক পাঁচার হচ্ছে এমন সংবাদে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে এএসআই আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় আবু হানিফকে আটক করে। এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশি চালিয়ে কেবিনেট এর মধ্যে ১’শ ৫০বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছে পুলিশ। আটক আবু হানিফকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।