করোনা ভাইরাসের আতংককে পুজি করে মাস্কের দাম বৃদ্ধি করার প্রতিযোগিতায় থেমে নেই মেহেরপুরের গাংনীর এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ীরা।
করোনা আতংকের সুযোগকে কাজে লাগিয়ে ভোক্তাদের নিকট থেকে মাস্কের প্রকৃত মূল্যের প্রায় তিন গুন বেশি টাকা হাতিয়ে নিচ্ছে।
সরেজমিনে গাংনী বাজারের মেডিসিন গ্যালারীতে দেখা যায় 20 টাকার মাস্ক বিক্রি করছেন ৫০ টাকা দরে।
বেশি দামে বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে ঐ দোকানের মালিক হাবিবুর রহমান জানান, বর্তমানে বাজার মাস্ক সংকটের কারণে বেশি দামে বিক্রয় করতে হচ্ছে।
এক প্রশ্নের জবাবে দোকান মালিক সাংবাদিকদের বলেন, বেশি দাম নিচ্ছি বলে মোবাইল কোর্ট করে জরিমানা করলেও কোন সমস্যা নাই।
বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়ে সরকারের কর্মকান্ডের বৈধতা নিয়ে প্রশ্নও তোলেন।
দোকান মালিক হাবিবুর রহমান জেলা প্রশাসকের বৈধতারও প্রশ্ন তুলে বলেন, যে ডিসি আমার জরিমানা করবে তার বৈধতা খুজলেইতো আপনি পাবেননা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, বেশি দামে কোন পণ্য বিক্রি করার সুযোগ নাই। বেশি দামে বিক্রি করলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।