মেহেরপুরের গাংনীর তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল নয়টার সময় করমদি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেটিকেল ক্যাম্পের আয়োজন করেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে এলাকার ১০জন চিকিৎসক ঈদের ছুটিতে এসে স্থানীয়দের বিমামুল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেন। ১০জন স্থানীয় গুণি চিকিৎসকের সমন্বয়ে শিশু কিশোর বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ ফ্রি চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মোঃ মাহাফুজ্জামান রতন, ডাক্তার মোঃ সজিব উদ্দীন স্বাধীন, জান্নাতুন নাইম সজিবসহ দশজন চিকিৎসক।
এসময় ডাক্তার মাহাফুজ্জামান রতন বলেন, আমরা মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক এলাকার মানুষকে এবং নিজ এলাকার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা এবং মানুষের মধ্যে জনসচেতনতা তৈরী করা। আমরা এই ক্যাম্প গ্রাম পর্যায়ে করার ইচ্ছা রয়েছে।
ডাক্তার সজিব উদ্দীন স্বাধীন বলেন, একজন মানুষের বুকে ব্যাথা হলে গ্যাস্টিকের ব্যাথা মনে করে দোকান থেকে ওষুধ কিনে খান দিনের পর দিন। এতে তার কি পরিমান ক্ষতি হয়েছে তা সে নিজেই জানেননা। তাছাড়া পাবজি আর ফ্রি ফায়ারের যুগে করমদি গ্রামের একঝাক তরুণ এই উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের ফলে এলাকার বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা পাচ্ছে।
প্রত্যন্ত এলাকায় এমন মানুষ আছেন যারা টাকার অভাবে বা জনবলের অভঅবে ভাল চিকিৎসা নিতে পারেনা। এমন হাজারো মানুষ আজ লাইনে দাড়িয়ে চিকিৎসা নিচ্ছে। এতে আমাদেরও অনেক ভাল লাগছে।
ডাক্তার জান্নাতুন নাইম সজিব বলেন , আমরা অনেকেই এলাকার সন্তান। চাকরি বা পেশাদারিত্বে বাহিরে কাটাতে হয়। ঈদের ছুটিতে বাড়ি এসে ফ্রেন্ড সার্কেল চিকিৎসকদের সমন্বয়ে আজকের এই মেডিকেল ক্যাম্প। বাড়িতে বসে থাকার চেয়ে নিজ এলাকার মানুষকে চেকিৎসেবা ও পরামর্শ দিয়ে সহায়তা করতে পারার যে তৃপ্তি তা প্রতিবছরের জন্য অব্যাহত থাকবে।
করমদি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম তুষারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহযোগীতা করেন।