গাংনীর কাথুলী ইউনিয়নের কাথুলী তে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১২.০০ সময় থেকে কাথুলী বাজারের বিজি বি ক্যাম্পের সামনে মেডিকেল ক্যাম্প স্থাপন করে ফ্রি রোগি দেখার কার্যক্রম শুরু করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজক হিসেবে আছেন কাথুলী কমিটির সভাপতি সাহেব আলী সেন্টু ও রাজশাহী আলমদিনা ডায়াগনষ্টিক সেন্টারের পার্টনার মতিয়ার রহমান,।
এছাড়াও সার্বিক ত্বত্তাবধায়নে ছিলেন মিজান,নজরুল লিখন ও শাহীন।
চিকিৎসা সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ প্রসাদ কুমার সরকার নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষঙ্গ।আরো একজন ছিলেন ডাঃ মোঃ ফরিদ আহম্মেদ মেডিসিন বিশেষঙ্গ।
আয়োজকদের মধ্যে সাহেব আলী সেন্টু জানান আমাদের এলাকার অনেক গরীব অসহায় মানুষ আছে যারা দুরে রাজশাহী যেয়ে চিকিৎসা নিতে পারেন না।তাই আমরা আলমদিনা ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার মতিয়ার রহমানের সহযোগিতায় রাজশাহী থেকে উন্নত মানের চিকৎসক নিয়ে এসে গরীব দুঃখীদের ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করেছি। আজকে আমাদের এখানে ৪০০ জন মত রোগী দেখবে। আজকের মেডিকেল ক্যাম্প চলবে বিকেল ৫.০০ পর্যন্ত।
এসময় তিনি সমাজের বিত্তশালী মানুষদের এমন মহান কাজের উদ্যোগ নেওয়ার জন্য আহব্বান জানান।