মেহেরপুরের কুলবাড়িয়া থেকে ৮ বোতল ফেন্সিডিল সহ পল্টু মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩ টার সময় কুলবাড়িয়া ঈদগা-কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি গ্রেফতারকৃত পল্টু মিয়া পেশায় মাদক ব্যবসায়ী। তার নামে জুয়ার মামলা সহ নানা অভিযোগ রয়েছে। সে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া স্কুল পাড়ার আব্দুল হামিদের ছেলে।
মেহেরপুর সদর থানার এএসআই কহেতুর জানান,মাদক ব্যবসায়ী পল্টু মিয়া কুলবাড়িয়া ঈদগাঁ-কবরস্থান এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এস আই সুমন ও এএসআই মনির হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: দারা জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় পল্টু মিয়ার নামে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।