‘বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট নং৪ (কাথুলী ) এর উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গাড়াবাড়িয়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আলামিন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার।
গাংনী থানার তদন্ত ওসি শাহ আলম তাঁর বক্তব্যে বলেন,সাধারণ জনগণের সেবার জন্য আমরা পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত আছি।এলাকার সমস্যা দূর করে শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
ওসি বজলুর রহমান বলেন,পুলিশ জনগণের বন্ধু। এলাকার যে কোন সমস্যা নিয়ে পুলিশের নিকট হাজির হলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।এ জন্য পুলিশের কার্যক্রমকে ছোট ছোট ভাগ করে বিট পুলিশিং গঠন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার বলেন,আপনাদের এলাকায় মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ সহ নানা ধরনের অনৈতিক কার্যকলাপ সংঘটিত হলে আপনারা অতি দ্রুত পুলিশকে জানাবেন পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।পুলিশের সেবা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। আমাদদের বেতন হয় জনগনের টাকায় আমরা গর্ব করে বলতে পারি আমরা জনগনের চাকর জনগনের সেবা করায় আমাদের নিতী। আর এই সেবার মান আরো বৃদ্ধি করতে হলে এলাকার সকল মানুষের সহযোগিতা প্রয়োজন।
আগামী ইউপি নির্বাচনের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। পুলিশ ভোটারদের নিরাপত্তা রক্ষায় কাজ করবে।ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেবে। আশা করি আগামী নির্বাচনে কোনো দুর্ঘটনা ঘটবে না।যদি কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী ঘটনা ঘটে তাহলে পুলিশ সাথে সাথে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।।