জমি দখলের জের ধরে গাংনী উপজেলার চাঁন্দামারী গ্রামে সৃষ্ঠ সংঘর্ষে ভয়পক্ষের নারীসহ ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে চাঁন্দামারী গ্রামের স্থানীয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েকজন স্থানীয় ভাবেও চিকিৎসা নিয়েছেন।
এক পক্ষের আহতরা হলেন, চাঁন্দামারী গ্রামের হাজেরা খাতুন, আয়েশা খাতুন, ওহিদুল ইসলাম, আলতাব হোসেন, আনারুল ইসলাম, আসাদুল ইসলাম ।
অপরপক্ষের আহতরা হলেন বিল্লাল হোসেন মহিবুল ইসলাম, ও জয়নাল আবেদীন।
আহত ওহিদুল ইসলাম জানান, জমি নিয়ে একই প্রতিপক্ষ বিল্লাল হোসেনের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।ওই জমি আমাদের দখলে রয়েছে। এবছর আমরা ওই জমিতে ধান রোপন করেছিলাম। শুক্রবার বিকেলে ওই মাঠে গিয়ে দেখছি মহিবুলসহ তার লোকজন ট্রাক্টর দিয়ে ধানের জমি চাষ করছেন। তাদের বাঁধা দিলে, তারা আমাকে মারধর করেন। পরে আমার আমার লোকজন এগিয়ে আসলে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে মহিবুল ইসলাম জানান, আমাদের জমি ওরা জোর করে দখল করে ধান বুনেছে। আমরা সেই জমি চাষ করতে গেলে তারা আমাদের উপর হামলা করে জখম করে।