পারিবারিক কলহের জের ধরে গলাই রশি দেওয়া সেই আবু শামা(৫০) কে কুষ্টিয়া থেকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।
আজ রোববার ভোররাতের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জের মাধ্যে মারা যান তিনি। আবু শামা গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মৃতু ইসমাইল হোসেনের ছেলে।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আতিক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু শামার মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে এসেছি। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে নিজ বাড়িতে গলাই দঁড়ি দেন তিনি।
আবু শামার ভাই বাবুল আক্তার জানান, কেনো সে গলাই দঁড়ি দিয়েছেন আমরা কিছুই বুঝতে পারছিনা। নিজ ঘরে আবু শামাকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শায়লা আক্তার।পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।