স্বাস্থ্য বিধি উপেক্ষা ও সরকারি আদেশ লঙ্ঘন করায় ছয় জনকে চার হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী ভাটপাড়া ডিসি ইকোপার্কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকীম ইয়ানুর রহমান এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন উপজেলা প্রশাসন। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারী আদেশ উপেক্ষা করায় নির্বাহী হাকীম ও সহকারি কমিশনার (ভুমি) ইয়ানুর রহমান পার্কে বেড়াতে আসা মদনা ডাঙ্গা গ্রামের শারজান আলীর ছেলে রুবেল(২২)কে এক হাজার টাকা, গাংনী বাজারের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা (২০)কে দুই হাজার টাকা, মাইলমারি গ্রামের সাহাজুলের ছেলে শাকিব (২০)কে ৫০০ টাকা, মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে ইসমাইল(২২)কে ২০০ টাকা, মদনের ছেলে রনি শেখ (৩০)কে ২০০ টাকা,এবং গোলজারের ছেলে লিটন(২৫)কে ২০০ টাকা জরিমানা করেন।