মেহেরপুরের উপজেলার পল্লী জালশুকা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (০৭-০৪-২০২০ ইং) সন্ধ্যায় উপজেলার জালশুকা গ্রামের বালিপাড়া নামক স্থানে।
আহতরা হলো, মৃত গনজের হোসেন এর ছেলে মোঃ ইসরাইল হোসেন, মোঃ মিকাইল হোসেন ও ইসরাইল হোসেন এর স্ত্রী মোছাঃ রোজিয়া খাতুন।
এ ঘটনায় আহত মোঃ ইসরাইল হোসেন বাদী হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন সন্ধ্যার দিকে আহতদের হামলাকারিরা গালিগালাজ করলে কথা কাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে হামলাকারি মিনারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২২), মোঃ হায়াত আলির ছেলে মোঃ জিনা আলি (৪৫), মোঃ মালেকের ছেলে জসিম উদ্দিন (২৫), শহিদুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৯), মুনছুর আলির ছেলে, মোঃ মুকুল হোসেন (৫৫) ও তরিকুল ইসলাম (২৮) সকলে মিলে রামদা, বাশের লাঠি ও লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে অভিযোগকারি মোঃ ইসরাইল হোসেন তার ভাই মোঃ মিকাইল হোসেন ও স্ত্রী মোছাঃ রোজিয়া খাতুনের উপর হামলা করে। এতে তারা মারাত্মক আহত হয়। পরে স্থানীয় ও প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের ভর্তি করা হয়।
এদিকে এ হামলার ঘটনার পর একই দিনে গভীর রাতে বাড়িতে রাখা পাটকাঠির গাদায় আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় তাদের ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ সুত্রে প্রকাশ।
আহতদের পরিবার সুত্রে জানা যায়, আহত ইসরাইলের অবস্থা অবনতি হওয়ায় তাকে আজ শুক্রবার কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।