স্ত্রী মারা যাবার মাত্র এক সপ্তাহ পর মারা গেলেন গাংনীর পল্লী কবি খ্যাত ছহির উদ্দীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে মারা যান অবহেলিত এই কবি।
পল্লী কবির মেয়ে ষোলটাকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য খালেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন গত সপ্তাহে আমাদের মা টুনুয়ারা খাতুন মারা গেছেন।
পল্লী কবি ছহির উদ্দীন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছিল।আজ বিকালে তার নামাযে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দফণ সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানান গেছে।
এই কবিকে ঢাকার একটি কবি সম্মেলনে গিয়ে দেশ বরণ্য কবি ও লেখকরা তাকে পল্লী কবি উপাধি দিয়েছেন।
তার লেখা কাব্যগ্রন্থ “নিঝুম রাতের কান্না” বইটি পাঠক সমাদৃত হয়েছে।এছাড়া অর্থাভাবে বেশ কয়েকটি বই প্রকাশ করতে পারেননি তিনি।িএছাড়া তার লেখা অসংখ্য কবিতা, প্রবন্ধ ও উপণ্যাশ রয়েছে।এছাড়া তিনি একজন গীতি কবি হিসেবেও পরিচিত।পল্লী কবির এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।