মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট নামক স্থানে ইঞ্জিনচালিত আলগামনের সাথে ধাক্কায় আলগামন চালক ও তিন মোটরসাইকেল আরোহীসহ ৪ জন মারত্বক আহত হয়েছে।
আহতরা হলেন, গাংনী উপজেলার বাওট গোরস্থানপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে অন্তর হোসেন (১৪), শফিউল ইসলামের ছেলে সোয়েব আলী (১৬) তার খালাতো ভাই পাশ্বর্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার লক্ষিপুর গ্রামের জুনায়েদ হোসেন ও অজ্ঞাত আলগামন চালক।
এদের মধ্যে সোয়েব, অন্তর ও জুনায়েদকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। এছাড়া অজ্ঞাত আলগামন চালককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট গালর্স স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
আহত অন্তর হোসেন বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র, সোয়েব হোসেন এবার এসএসসি পরীক্ষার্থী ও জুনায়েদ হোসেন দশম শ্রেনীর ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সাহাবুল ইসলাম ও ইউপি সদস্য নিয়ামত আলী জানান, সোয়েব, অন্তর ও জুনায়েদ একই মোটরসাইকেলে খুলিশাকুন্ডি থেকে নিজ গ্রামে আসছিলেন। এসময় একটি আলগামন দ্রুত গতিতে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিলো। বাওট গার্লস স্কুলের সামনে পৌছানো মাত্রই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন ও আলগামন চালক সবাই রাস্তার উপর পড়ে মারাত্বক আহত হন।