গাংনীর ভাটপাড়া ইকোপার্ক সংলগ্ন কাজলা নদীতে পানিতে বিষক্রিয়া হয়ে প্রায় ৬/৭ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবী করেছেন মাছ চাষী তোজাম্মেল হোসেন। গতরাত থেকে মাছ মরতে শুরু করলে স্থানীয়রা কাজলা ইজারা মালিক তোজাম্মেল হক কে খবর দেয়। তোজাম্মেল হত মাছ বাঁচানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলেও কোন কাজ হয়নি। সকালে কয়েকশ মন মাছ মরে ভেষে ওঠে।
গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাছ চাষী তোজাম্মেল হক জানায়, ২০১৯ সালের প্রথম দিকে ইকোপার্ক সংলগ্ন কাজলা নদী খননকৃত অংশ ইজারা নিয়ে মাছ চাষ করেন। ইজারা খরচসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়। কয়েক এ মৌসমে কয়েকদিনের মধ্যে মাছ বিক্রির উপযোগী হয়ে উঠত। এসময় গত বুধবার হঠাৎ করে মাছ মরতে থাকে।
মৎস্য অফিসের পরামর্শ নিয়েও কোন কাজ হয়নি।
সময়মত ব্যাবস্থাপনা না করার কারনে পানিতে বিষক্রিয়া হয়ে মাছ মারা গেছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। যে পরিমান মাছ মারা গেছে তাতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী তোজাম্মেল হক।
আরো পড়ুন-‘নাইট শিফট’ এর চাকরিজীবীরা যে বিপদ ডেকে আনছেন