মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া বাজারে বেশি দরে মাংস বিক্রি করার অপরাধে দু’ মাংস ববসায়ীর অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ভাটপাড়া বাজারের মাংস বিক্রেতা বরকত আলীকে তিন হাজার টাকা এবং রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-ই- আলম সিদ্দিকী বলেন,মাংস ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বাজারে গিয়ে বেশি দরে মাংস বিক্রি’র বিষয়টি প্রমাণিত হওয়ায় দু’জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাদের অর্থদন্ডে দন্ডিত করা হয়।