মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহের সেই আব্দুল গাফ্ফার এবার হাতুড়ি ও লোহা কাটার প্লাসসহ চোর সন্দেহে গ্রামবাসির হাতে আটক হয়েছে। আটকের পর তাকে উত্তম মাধ্যম দিয়ে স্থানীয় সাহারবাটি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক রেখেছে।
আজ সোমবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে হিজলবাড়িয়া ও ধর্মচাকী ভাদ্রি খোলার মধ্যে থেকে তাকে জনতা ধাওয়া করে আটক করেন। সাহারবাটি ইউনিয়ন পরিষদে আটক রেখে জিজ্ঞাসাবাদ করায় চুরি করতে আসার কথা স্বীকার করেছেন।তবে তার সাথে থাকা অপর তিন জন জনতার ধাওয়ায় পালিয়ে গেছে।
আব্দুল গাফ্ফার গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের উত্তরপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বর রিপন হোসেন জানান, হিজলবাড়ীয়া ভাদ্রি খোলার মাঠের একটি সেচ পাম্পের পাশে ৪ জনকে দেখে সেচ মালিকের সন্দেহ হলে কৌশলে স্থানীয়দের ডেকে ওই মাঠ ঘেরাও করে ধাওয়া করে। এসময় অন্যজনরা পালিয়ে গেলেও আব্দুল গাফফারকে আটক করে জনতা।
জানা গেছে, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আব্দুল গাফ্ফার পুলিশের হাতে আটক হয়ে বেশ কিছুদিন মেহেরপুর জেল হাজতে ছিলেন। মাস খানেক আগে সে জেল হাজতে থেকে জামিনে মুক্তি পেয়েছেন।