চুলাই খড়ি দিয়ে জাল দিতেই অসাবধানতাবসত শিশু আয়েশা খাতুনের গায়ে আগুন ধরে যায়। আগুনে তার পিঠের সমস্ত চামড়া পুড়ে গেছে।
আজ রোববার (৩০ জানুয়ারী) সকালে নিজের বাড়ির চুলায় জাল দিতে গিয়ে এঘটনা ঘটে।
আয়েশা খাতুন গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামের আসাব উদ্দীনের মেয়ে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী।
আয়েশার পিতা আসাব উদ্দীন জানান, সকালে আয়েশার মার রান্না করছিল। মেয়ে পাশেই বসা ছিল। হঠাৎ সে কিছু খড়ি নিয়ে চুলাতে জাল দিতে শুরু করে। হঠাৎ অসাবধনতা বসত আগুনের ফুলতি গিয়ে তার পিঠে পড়ে কাপড়ে আগুন ধরে যায়। তাকে উদ্ধার প্রথমে গাংনী হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিতিৎসার জন্য মেহেরপুর ২৫০ সয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রের জরুরী বিভাগে কর্মরত চিতিৎসক সামসুল আরেফিন জানন, তার পিঠের অধিকাংশিই পুড়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।