মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেনের বিরুদ্ধে শরিকানা বাদ দিয়ে ওয়ারিশ সনদ পত্র দেওয়ার সুপারিশ করার অভিযোগ উঠেছে।
সম্প্রতি বানিয়াপুকুর গ্রামের এনায়েত মন্ডলের ছেলে আলিম উদ্দীনের ৩ মেয়েকে বাদ দিয়ে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়ার সুপারিশ করে।
ওয়ারিশ সনদ পত্র যাচাই করে জানা গেছে, বানিয়াপুকুর গ্রামের আলিম উদ্দীনের ৩ মেয়ে সুফিয়া খাতুন, পারভীনা খাতুন ও রেবেকা খাতুনকে বাদ দিয়ে ৩ ছেলে আব্দুল খালেক, হাবিবুর রহমান ও কবির উদ্দীনকে ওয়ারিশ সনদ পত্র দিতে চেয়ারম্যান বরাবর সুপারিশ করে সদস্য আলী হোসেন।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও ইউপি সচিব জহুরুল ইসলাম জানান, মেয়েদের বাদ দিয়ে ওয়ারিশ সনদ দেওয়ার সুপারিশ করেছে বিষয়টি স্থানীয় ভাবে জানতে পারার পর সেই সুপারিশ বাতিল করে বৈধ ওয়ারিশ গণকে অন্তভুক্ত করে ওয়ারিশ সনদ দেয়া হয়েছে।
বাদ পড়া ওয়ারিশ বৃন্দরা জানান, ইউপি সদস্য আলী হোসেন অসৎ উদ্দেশ্যে তাদের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ দেওয়ার সুপারিশ করেছিলো।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য আলী হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ভাতা প্রদানে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ওয়ারিশ সনদে নাম বাদ দেয়া সহ বিস্তর অভিযোগ উঠে।
অন্য ইউপি সদস্যরা জানান, ইউপি সদস্য আলী হোসেনের অনিয়মের অভিযোগ তদন্ত করতে সকল সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছিলো। সেই সময় মুচলেকা দিয়ে তাকে রক্ষা পান আলী হোসেন। তবে চেয়ারম্যান,
সচিব, হিসাব সহকারী, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের সাথে অসাধ আচরণ করে ইউপি সদস্য আলী হোসেন। তার আচরন পরিবর্তন না হলে আবারো সকল ইউপি সদস্য তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবো।
ষোলটাকা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশরা (চৌকিদার) জানান, তাদের সহকর্মী কাষ্টদহ গ্রামের দূর্গাকে রাতের আধারে তুলে নিয়ে নির্যাতন করে ইউপি সদস্য আলী হোসেন। পরবর্তীতে আলী হোসেন এ ধরনে কোন কর্মকান্ড করলে সরাসরি ব্যবস্থা নেয়া হবে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে গ্রাম পুলিশকে নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে আবারো কোন অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনহগত ব্যবস্থা নেয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ওয়ারিশ সনদে নাম বাদ দেয়ার বিষয়টি লিখিত অভিযোগ দিলে ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত ইউপি সদস্য আলী হোসেন বলেন, স্থানীয় চাপে পড়ে ৩ মেয়েকে বাদ দিয়ে ওয়ারিশ সনদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিলো। তবে সেটা বাদ দেয়া হয়েছে।
-গাংনী প্রতিনিধি