গাংনীর সাহারবাটিতে বালি বোঝায় পাওয়ার ট্রিলারে পা ভাঙলো যুবকের

বালি বোঝায় পাওয়ার টিলার সরাতে গিয়ে নিচে পড়ে পা ভাঙলেন সাকিব হোসেন (২২)। সাকিব হোসেন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়া এলাকার সাহারুল ইসলামের ছেলে।

শনিবার (১৫ জানুয়ারী) বেলা দেড়টার দিকে কড়ুইতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাকিব হোসেন এখন কুষ্টিয়া ২৫০ সয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।

আহত সাকিব জানান, বাড়ির পাশে বালি বোঝায় একটি পাওয়ার ট্রিলার ছিল। পাওয়ার ট্রিলারটি সরাতে গিয়ে আমার কাম পা টি ট্রলারের চাকার উপর দিয়ে গড়িয়ে চলে যায়।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে নিয়ে আসেন। সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত দেবাসিস কাপুড়িয়া জানান, তার একটি পা ভেঙ্গে গুড়িয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।