দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন। আজ সকাল আটটা থেকে উপজেলার ১০৭টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ।
শুরুর দিকে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলে বেশিরভাগ উপকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম।
তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ভোট গ্রহণ তারিখ কর্মকর্তারা। তবে ভোটকেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট আটজন প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীক না থাকায় বিএনপি’র এক প্রার্থী এবং আওয়ামী লীগের ৭ প্রার্থী স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।
৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা । এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪। মোট ১০৭টি ভোট কেন্দ্রে ৬৫৪টি ভোট কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ভোট কক্ষ, ভোট কক্ষের বাইরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনছার ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি এবং র্যাব।
এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম নির্বাচনী আইন শৃংখলা রক্ষায় মাঠে রয়েছেন।