গাংনী এমবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাংনী এমবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাংনীর এম বি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে সকালে এম বি কে মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, রেজুলেশনে আমার স্বাক্ষর জালিয়াতি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিধি বহির্ভুতভাবে গোপনে বিদ্যালয়ের কমিটি গঠন করে যশোর শিক্ষা বোর্ডে প্রেরণ করেছে।

বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের যে বিধান, খসড়া ভোটের তালিকা, চুড়ান্ত ভোটের তালিকা, ছাত্র ছাত্রীদের পড়ে শোনানো হয়নি। এছাড়া নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই রেজুলেশনে আমার স্বাক্ষর জালিয়াতি করে খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা করেছেন। অসাধু উপায়ে টাকার লেনদেন করে আব্দুর রব নামের একজনকে যশোর শিক্ষা বোর্ড প্রেরণ করেছে। সেটা জানার পরে আমি যশোর শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শককে লিখিত অভিযোগ দিয়েছি। মেহেরপুর জেলা প্রশাসককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন শিক্ষা বোর্ড।

অবৈধ প্রক্তিয়ায় জড়িত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ এর সাথে জড়িত সবাইকে কঠোর শাস্তির দাবী করছি। এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।