বিদ্রোহী কবির লেখা গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজন করছে প্রেম ও সামঢের কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন।
বুধবার রাত সাড়ে ৯ টার সময় গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয়।
গাংনী উপজেলা শিল্পকলার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও শিল্পকলার অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম।
করমদী ডিগ্রী কলেজের প্রভাষক এএসএম সায়েম পল্টুর সঞ্চালনায় নজরুলের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গাার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা এরিয়া অফিসের সমন্বয়ক খোরশেদ আলম, গাংনীর বিশিষ্ট ছড়াকার ও কবি ইয়াসিন রেজা, গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক কবি আবুল কাশেম অনুরাগী, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের টেকনিকেল অফিসার অশোক চন্দ্র বিশ্বাস, করমদি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদ রানা।
অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিত আবৃতি করেন অনুষ্ঠানের সভাপতি সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, কবি আবুল কাশেম অনুরাগী ও আজিজুল হক রানু।
এছাড়া সংগীত পরিবেশন করেন গাংনী শিল্পকলার ওস্তাদ এসএম সেলিম রেজা, খুলনা বেতারের কন্ঠ শিল্পী মাহবুবা আক্তার বিউটি, রেশমা রেজা, ফারহানা কানিজ তথাপি, হোসেন আদ্রিতা ইমরোজ, নিরব, আআজিজুল হক রানু ও সাংবাদিক জুলফিকার আলী কানন।