মেহেরপুর গাংনী উপজেলার গাংনীতে পানিতে ডুবে সায়েম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। সায়েম বানিয়াপুকুর গ্রামের বাবলু’ ছেলে।
নিহতের পরিবার থেকে জানা যায়, বাড়ির সীমানা প্রাচীরের উপর খেলা করছিল সায়েম। এ সময় প্রাচীর ভেঙে পাশের পুকুরে পড়ে যায়। এতে ইটের আঘাতে পানির নিচে থেকে উঠতে সে ব্যার্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
-গাংনী প্রতিনিধি