মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রারের অনিয়ম দুর্নীর্তি ও সেবা গ্রহিতাদের হয়রানীর প্রতিবাদে কলম বিরতি পালন করছেন দলিল লেখক সমিতি। আজ রবিবার সকাল থেকে কলম বিরতি পালন শুরু করেছে। চলবে আগামী বুধবার পর্যন্ত। পরবর্তীতে আরো কর্মসুচী দেয়া হতে পারেন বলেন দলিল লেখক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এব্যপারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেছে দলিল লেখক বৃন্দ।
জানাগেছে, সাবরেস্ট্রিার মাহফুজ রানা গাংনীতে যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে অর্থবানিজ্য ,সেবা গ্রহিতা ও দলিল লেখকদের হয়রানি করে আসছিল। তারই প্রতিবাদ ও সাব রেজিস্ট্রারের অপসারণ দাবীতে কর্মবিরতি শুরু হয়েছে।
দলিল লেখক সমিতির লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, গাংনী সাব রেজিস্টার মাহফুজ রানা অফিসে যোগদানের পর থেকে সকল নিয়নীতি উপেক্ষা করে মনগড়া আইন প্রয়োগসহ ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন গ্রহন না করা,রেজিস্ট্রার জন্য ৩ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ গ্রহন করা,সাধারণ মানুষকে অহেতুক পুলিশি হয়রানীর ভয়ভীতি প্রদর্শন,ভিজিট কমিশনে দলিল রেজিস্ট্রির জন্য ২৫ থেকে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহন করেন মাহফুজ রানা।
এসময় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ফাকের আলী,সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সকল দলিল লেখক বৃন্দরা উপস্থিত ছিলেন।