গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নতুন নোটবুক অ্যাপ নোটবুকএলএম মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া অ্যাপটি ইতোমধ্যে জেমিনি প্রো ব্যবহার করছে। নোটবুকটি ডকুমেন্ট বোঝা ও সমন্বয়ের কাজে সাহায্য করবে।
নোটবুকএলএম ডকুমেন্ট দিলে তার সারমর্ম বের করতে পারবে। তাছাড়া নানা সাজেশান দিয়ে টেক্সটকে গোছাতে সাহায্য করবে অ্যাপটি। লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা সবাই এই অ্যাপের মাধ্যমে লেখালেখির চর্চাকে আর ভালো করতে পারবেন।
নোটবুকটি অটোমেটিক্যালিই ব্যবহারকারীদের সাজেশান দিয়ে থাকে। এখন আপনারা বুঝতে পারবেন কোন লেখায় কি করতে হবে। অটো সাজেশানও চোখের এড়িয়ে যাওয়া ভুলগুলো ধরতে সাহায্য করবে। এখন এই সার্ভিস শুধু যুক্তরাষ্ট্রেই আছে। পরবর্তীতে অন্যান্য দেশে চালু হবে।
সূত্র: টেকক্রাঞ্চ