বলিউড অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দকে মঙ্গলবার (১ অক্টোবর) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দকে দ্রুত মুম্বাইয়ের কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মুম্বাইয়ের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, নিজের পায়ে ভুলবশত গুলিবিদ্ধ হন গোবিন্দ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। তার ম্যানেজার দাবি করেছেন, ৬০ বছর বয়সী গোবিন্দ এখন শঙ্কামুক্ত।
রিপোর্টে বলা হয়েছে, গোবিন্দ তার বাড়িতে একা ছিলেন এবং তখন ভুলবশত এই ঘটনা ঘটেছে। তিনি তার রিভলভার পরিষ্কার করছিলেন এবং হুট করেই গুলি বের হলে তিনি গুলিবিদ্ধ হন।
বার্তাসংস্থা এএনআই’কে গোবিন্দের ম্যানেজার বলেছেন, তিনি (গোবিন্দ) কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি যখন তার লাইসেন্স করা রিভলভার তার বক্সে রাখছিলেন তখন এই দুর্ঘটনা ঘটেছে।
চিকিৎসকেরা দাবি করেছেন, অনেক রক্তপাত হওয়ার পরেও গোবিন্দ বিপদমুক্ত এখন। তবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মুম্বাই পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
সূত্র: ইত্তেফাক