আঁধার ঘন রাত পেরিয়ে
প্রভাতে উঠে আলোর ঝলকানি
শুরু হয় নব প্রহর
নব দিগন্তের হয় সূচনা
ঘুমন্ত আমি জেগে উঠি
মনের ভিতরে নিয়ে অনেক ভয়
ভাবি আমি গভীর ভাবনায়
আজ কি যেন কি হয়।
পৃথিবীর বুকে চলছে মৃত্যুর হাতছানি
লাশের পর লাশ হয়েছে কতো দেশে
কেউ জানে না সংখ্যা কোথায় দাঁড়ায় শেষে।
বিশ্বের প্রতিটি শহর হয়েছে স্তব্ধ
শহরে নেই জন মানবের পায়ের শব্দ
মানুষ গুলো সব হয়েছে ঘর বদ্ধ।
বাঙ্গালী
তবে তোমরা কেন অনায়াসে হাটছো
কেন মৃত্যুকে নিজের দিকে ডাকছো
করোনাকে কেন করছো উপহাস
জানো কি তুমি এর ভয়াবহতার পরিহাস।
লাশের গন্ধে বাতাস হয়েছে ভারী
পৃথিবীর বুকে চলছে আহাযারী
তবে তোমরা কেন এত উদাসীন
আর কতদিন থাকবে বিবেকহীন।
এই কটাদিন ঘরে থাকো
নিজের ভালোর জন্যই
নিজেকে না হয় বন্দী রাখো।
ভাবছো যদি থাকলে ঘরে চলবে কি আর
মরলে তুমি বিশ্ব ঠিকি চলবে ডিয়ার
করোনা ঠিক বুঝতে চায় না দল মত কি
তার কাছে এক সব রকমের দাড়ি টিকি।
রাস্তা থেকে সব জমায়েতে দুরে হেটাও
দেশকে যদি ভালবাসো ভিতরে যাও।
সবকিছু এই কটাদিন থাকুক বন্ধ
বাঁচলে তুমি ফিরে পাবা চলার ছন্দ
বাইরে ঘরে মহামারী ঔষুধ বিহীন
দোহায় তোমার ঘরে থাকো এই কটাদিন।
চাইছে বাংলাদেশ
সব নাগরিক ঘরে যাও
আজকে সবাই দেশও প্রেমের প্রমাণ দাও