বছরের শুরুতেই কনসার্টের হিড়িক পড়েছে ব্যান্ড শ্রোতাদের জন্য। ঢাকাসহ বিভিন্ন জেলায় এরই মধ্যে বেশকিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রামে নতুন বছরে কনসার্টের আয়োজন করা হয়েছে। শিরোনাম ‘রক দ্য সিটি’।
আগামী ৭ জানুয়ারি এটি চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। কনসার্টে চট্টগ্রামের মোট ১৫টি ব্যান্ড পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে ২০২৪ সালের শেষের দিকে এই কনসার্টটি করার পরিকল্পনা ছিল। তবে বছরের শেষ ভাগে এসে এটি আর করা সম্ভব না হওয়ায় নতুন বছরে করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এটি আয়োজন করছে রেড কার্পেট। এতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
‘রক দ্য সিটি’ কনসার্টের লাইনআপ: ব্রাইটট্রেইন, রকনট, ইনফেরিয়র, এভোকাডোস, সিগনেচার অব ডার্ক, ডিসমেলোডিয়া, থার্টিন্থ ফিউনেরাল, এমেচ্যার, হ্যামারন, মেট্রিকাল, উন্মাদ, স্টোন, নাটাই ও তীরন্দাজ।
সূত্র: কালবেলা