এক কন্যা সন্তানের পর এবার এক সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন আখি খাতুন নামের এক গৃহবধু। গৃহবধু রুশিয়া খাতুন গাংনী উপজেলার বাওট গ্রামের ইলেক্ট্রনিক মেকানিক রঞ্জু আহম্মেদের স্ত্রী।
গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন এই গৃহবধু। এই তিন সন্তানের আগেও ওই গৃহবধুর জান্নাতুল মাওয়া নামের ৭ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
রঞ্জু আহম্মেদ জানান, আমার প্রথম সন্তান কন্যা। বর্তমানে তার বয়স ৩ বছর। আমরা এবার আল্লাহর কাছে একটা পুত্র সন্তান চাইতাম। এবার আল্লাহ আমাদের সেই চাওয়া এক সাথে তিন পুত্র সন্তান দিয়ে পুরুণ করেছেন।
আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। আমার স্ত্রী ও সন্তানগুলো এখন সবাই সুস্থ্য রয়েছেন। বর্তমানে নিজ বাড়ি বাওট গ্রামে রয়েছে বলে জানান তিনি।তবে বাচ্ছাগুলোর এখনো কোনো নাম ঠিক করা হয়নি বলেও জানালেন তিনি।