আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের মাঝপথ দিয়ে রুইথনপুর হাপানিয়া সড়ক। আর এই সড়কটিতে চিৎলা ইউনিয়নের সকল জনগণ যাওয়া আসা করে।
বছরের অধিকাংশ সময় এই রাস্তায় পানি জমে থাকে।
সাধারণ মানুষের চলাচল করতে সমস্যা হয়। বিশেষ করে কুলপালা গ্রামের মানুষের বেশি সমস্যা হচ্ছে। ওই রাস্তা দিয়ে মুসুল্লিরা নামাজে যাই। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়।
গ্রামের মোহাম্মদ সোহেল শাহ, লাল্টু মিয়া, পটল মিয়া, মমিন মিয়া জানান, এই সড়ক নিয়ে উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় তারা আশ্বস্ত করে। তারা বলেছিলেন যে রাস্তাটি পুণরায় নতুন ভাবে নির্মাণ করা হবে। কিন্তু সেটি খাতা-কলমে সীমাবদ্ধ । বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি।
প্রায় ৭-৮ বছর এভাবে সাধারণ জনগণ কষ্ট করে। মাঝে মাঝে ইঞ্জিনিয়ার এসে রাস্তার মাপ নিয়ে যায়। কিন্তু কোন কিছুই হয় না।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ বাতেন মিয়া জানান, আমি এই বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। এমপি মহোদয় জানিয়েছেন অতিশীঘ্রই সড়কটি হয়ে যাবে। আর এটাও সাধারণ জনগণের প্রাণের দাবি।
চিৎলা প্রতিনিধি