কিরে খোকা রাগলি কেনো
কে মেরেছে বলতো,,
মা মেরেছে, তাই নাকিরে?
খেলতে যাবি চলতো।
না যাবোনা মারবে যে মা
একটু আগে বললো,,
আমার সাথে রাগ করে মা
কোথায় জানি চললো।
আরে বোকা দেখ খুঁজে দেখ
কাঁদছে কোথাও হয়তো,,
তোরে আমি সত্য বলছি
মিথ্যে কথা নয়তো।
মা গুলো সব এমনি হয়
বুঝলি নারে বোকা,,
সবাই তোকে ধোঁকা দিলেও
মা দিবেনা ধোঁকা।
ফিরবে যখন দেখবি তখন
তোকে বুকে নিবে,,
বাবা বলে জড়ায় বুকে
চুমু এঁকে দিবে।