চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে বসত বাড়িতে সবজি চাষ ও পশুপাখি পালন বিষয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণের কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, জাইকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আক্তারুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাজাহান আলীসহ আরও অনেকে।