চুয়াডাঙ্গায় বাল্য বিবাহ করার অপরাধে রকি আলীর ১ মাস ও কাজী জাহিদুল ইসলামের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে । চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বাল্য বিবাহ করার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইনে রকি আলীর ১ মাস এবং বাল্যবিবাহ পড়ানোর অপরাধে একই আইনের ৯ ধারায় কাজী মোঃ জাহিদুল ইসলামের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় চুয়াডাঙ্গা সদরের পিরোজখালী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বাল্য বিবাহ করার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭ ধারায় মোঃ রকি আলী(২৩), পিতা- মোঃ আইনাল হক, সাং- পিরোজখালী, উপজেলা ও জেলা- চুয়াডাঙ্গা কে ০১(এক) মাস এবং বাল্যবিবাহ পড়ানোর অপরাধে একই আইনের ৯ ধারায় কাজী মোঃ জাহিদুল ইসলাম, পিতা- মৃত. রমজান আলী,সাং- পিরোজখালী, উপজেলা ও জেলা- চুয়াডাঙ্গা কে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও অফিস সহায়ক মোঃ আরমান আলী এবং এস,আই নীতিশ কুমারের নেতৃত্বে সদর থনা পুলিশের চৌকস দল । জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে।