চুয়াডাঙ্গায় অজ্ঞাত বাস-পাখিভ্যানের সংঘর্ষে পাখিভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলা কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬০), ও পাখিভ্যানের যাত্রী চাল ব্যবসায়ী মাহম্মদজমা গ্রামের খন্দারপাড়ার সারোয়ার হোসেন (৭০)।
স্থানীয়রা জানান, দুই জন ব্যক্তি সিন্দুরিয়া থেকে চুয়াডাঙ্গা-ঝিনাইদাহ মহাসড়ক দিয়ে সরোজগঞ্জ বাজারে দিকে যাচ্ছিলেন।
তারা চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল বাজারের নিকট পৌঁছলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি গাড়ির ধাক্কা লাগে। এ সময় তারা উভয় সড়কের ওপর ছিটকে পড়লে তাদেরকে পিষ্ট করে অজ্ঞাত গাড়িটি দ্রুত সটকে পড়ে। অন্ধকার থাকায় গাড়িটি সনাক্ত সম্ভব হয়নি। পরে স্থানীয়রা ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।