উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা আতিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট সাজিয়া আফরিন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সেবা পাওয়া ভূমি মালিকদের মধ্যে বক্তব্য রাখেন হাবিল হোসেন জোয়ার্দ্দার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএইচএম শামিমুজ্জামানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সেবা নিতে আসা জমি মালিকগন।
ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম সফলভাবে পরিচালনা করার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনে তিনটি স্টল স্থাপন করা হয়েছে।