চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামে গরু চুরির ঘটনায় ঘটেছে। গতকাল রবিবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।
কুলপালা গ্রামের চাষী জামাল উদ্দিনের তিনটা গরু চুরি করে নিয়ে যাই। বাড়ির পাছির টপকিয়ে গেটের ও গরুর গ্রিলের তালা খুলে এই ঘটনা ঘটেছে।
গরুর মালিক জানান, প্রতিদিনের মতো আমি রাতে ঘুমিয়ে ছিলাম। রাত তিনটার সময় গরু দেখতে গিয়ে গোয়ালে আর গরু দেখতে পাইনি। পরে দেখতে পেলাম গোয়াল ও গেটের তলা ভাঙ্গা। বুঝতে পারলাম আমার গরু তিনটা চুরি হয়ে গেছে।পরে অনেক খুঁজা খুঁজি করার পরও পেলাম না।
আমার একমাত্র সম্বল ছিল গরু গুলো। আনুমানিক গরু গুলার মূল্য ছিল একলক্ষ পঞ্চাশ হাজার টাকা। গরু গুলো হারিয়ে আমি এখন সর্ব শান্ত।
এলাকা বাসি জানান, একই রাতে আরো দুই জায়গায় গরু চুরির ঘটনা ঘটেছে। কুল পালা গ্রামের মঙ্গল গাজীর একটি গরু নিয়ে গিয়েছিল পরে অনেক খুঁজাখুঁজি করারার পর মাঠের ভিতরে পাওয়া যাই।
পার্শ্ববর্তী গ্রাম দরবেশপুর একই ঘটনা ঘটে। সেও খুঁজাখুঁজি পরে পাই। গ্রামের মানুষ এখন চোর আতঙ্কই ভূগছে।
-চিৎলা প্রতিনিধি