চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদ্য বদলি পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের বিদায় উপলক্ষে পুলিশ লাইনে সকাল সাড়ে এগারোটার সময় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আব্দুল্লাহ্ আল-মামুন চুয়াডাঙ্গা গত বছরের আগষ্ট মাসে চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদান করেছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকায় বদলীর আদেশপ্রাপ্ত হন। বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায়ী অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বদলীজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসাবে আলোচিত হন। তিনি চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় আমূল পরিবর্তন সাধিত হয়। তাঁর সৃষ্টিশীল কাজের মধ্যে পুলিশ লাইন্সে পরিত্যাক্ত রুমে নির্মিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুলিশ স্মার্ট গ্যালারি’ অন্যতম। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুলিশ স্মার্ট গ্যালারি’ নির্মাণের ফলে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া কোমলমতি ছাত্রছাত্রীরা বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছে।
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান,পিপিএম-সেবা সদ্য বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন ভূয়সী প্রশংসা করেন। তিনি চুয়াডাঙ্গার সম্মানিত সকল নাগরিকসহ জেলা পুলিশ, চুয়াডাঙ্গার প্রতিটি সদস্যকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের আন্তরিক সহযোগী প্রত্যাশা করেন। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান,পিপিএম- সেবা সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ নাজিম উদ্দীন আল আজাদ, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।