চুয়াডাঙ্গা দামুড়হুদা ও দর্শনা থানার সীমন্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৯৮ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা, ৩৫ কেজি চুল, একটি মোটরসাইকেল, ১টি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
গত ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ভোর পর্যন্ত এসকল সামগ্রী উদ্ধার করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ বারাদী, সুলতানপুর, মুন্সিপুর এবং হুদাপাড়া বিওপি ক্যাম্প।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মৃত রতন শেখের ছেলে মো: রশিদ (৫০)কে আটক করা হয়। এছাড়া উদ্ধারকৃত সামগ্রীর সিজার মূল্য ৫,৩২,৬০০/- (পাঁচ লক্ষ বত্রিশ হাজার ছয়শত) টাকা বলে জানানো হয়েছে।
এছাড়া আটককৃত মালিকসহ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।