মাল্টা চাষে ব্যাপক সাফল্যের কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সাখাওয়াৎ হোসেন বাবুলকে পদক দিয়েছে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’। দেশের সর্ববৃহত মাল্টাচাষী হিসেবে তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।
চুয়াডাঙ্গার কৃষি খাতকে এগিয়ে নেয়ার স্বীকৃতি স্বরূপ সাখাওয়াৎ হোসেনকে ‘চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২০’-এর সেরা কৃষক (পুরুষ) পদক প্রদান করা হলো।
দামুড়হুদার মাল্টাচাষী সাখাওয়াৎ হোসেন জানান, গত ৮ জানুয়ারি রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরষ্কারের নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আটটি বিভাগে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। ষষ্ঠ বারের মতো এ বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড প্রদান করা হলো।
তিনি আরো জানান, গত ২৪ ডিসেম্বর স্ট্যান্ডার্ড চার্র্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড’র জুরি বোর্ডে সভায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এবারের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।