চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইল বাজার এলাকায় আলমসাধুর (ভটভটি) ধাক্কায় গুলজান বিবি (৭০) নামের এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গুলজান বিবি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গুলজান বিবি মুদিদোকানে কেনাকাটার জন্য বাড়ির কাছের দশমাইল বাজারে যান।
রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি আলমসাধু ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা রাস্তায় পড়ে যান। এতে তিনি রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।