চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে নবীছদ্দিন (৬৩) নামে এক ব্যক্তি মারা গেছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নবীছদ্দিন সদর উপজেলার উকতো গ্রামের বাসিন্দা। তিনি সর্দি, কাশি, জ¦রে ভুগছিলেন।
এদিকে বুধবার চুয়াডাঙ্গায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৫৮০ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, উকতো গ্রামের নবীছদ্দিন বুধবার সন্ধ্যা ৭টার দিকে সর্দি, কাশি, জ¦রে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন।
শ^াসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
ডা. শামীম কবির আরো জানান, নবীছদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, বুধবার রাতে আসা করোনা পরীক্ষার প্রতিবেদনে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, আলমডাঙ্গায় ৬ জন এবং দামুড়হুদায় ২ জন আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৫৮০ জন।
আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার শেখপাড়ার ১ জন, জ¦ীনতলাপাড়ার ১ জন, ঝিনাইদহ পুরাতন বাসস্ট্যান্ড ১ জন, ফেরীঘাট রোড ১ জন, কোর্টপাড়া ৩ জন, ঈদগাহ পাড়া ১ জন, বাগানপাড়া ১ জন, গোরস্তান পাড়া ১ জন, সাদেক আলী মল্লিক পাড়া ২ জন, নওদাবন্দ বিল ১ জন, দৌলতদিয়াড় ২ জন, গোপালনগর ১ জন, সিভিল সার্জন অফিস ১ জন।
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ১ জন, পাথিলা ১ জন, পুরাতন বাজার ১ জন, ভাঙ্গাবাড়িয়া ১ জন, বাবু পাড়া ১ জন, কলেজপাড়া ১ জন এবং দামুড়হুদা উপজেলা দর্শনার ২ জন।