চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানের শুরুতে জমে উঠেছে আসন্ন ঈদুল ফিতরের ঈদ কেনাকাটা। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় এবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যতই এগিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। এখন দোকানিদের এক মুহূর্তও দম ফেলার উপায় নেই। ক্রেতারাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত কেনাকাটায়।
ঈদ উপলক্ষে এবার শহরের অভিজাত বিপণীবিতানগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। রমজানের প্রথম সপ্তাহ ও নবম রোজা থেকে শহরের বাজারগুলোতে ঈদের কেনাকাটা ব্যস্ত সময় পার করছে দোকানীরা।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি, আলী হোসেন সুপার মার্কেট, মুন্সী সুপার মার্কেট, প্রিন্স প্লাজা, বিগ বাজার ও মালিক টাওয়ার ঘুরে দেখা গেছে সব মার্কেটেই উপচে পড়া ভিড়।
ঈদ কেনাকাটা করতে আসা ক্রেতা ফাহাদ হোসেন বলেন, এবার ঈদে পোষাকের দাম তুলনামূলক একটু বেশি। সেইসাথে রমজানের যেহেতু দ্বিতীয় সপ্তাহ চলছে ভাবলাম একটু ভিড় কম হবে কিন্তু প্রচন্ড পরিমাণের ভিড় হচ্ছে মার্কেট গুলোতে।
চুয়াডাঙ্গা নিউ মার্কেটের নিউ থ্রি- পিচ বস্ত্রালয়ের পরিচালক মানিক বলেন পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে থেকে ক্রেতাদের আগমন শুরু হয়েছে সেইসাথে আমরা আশা করছি পবিত্র ঈদুল ফিতরের ঈদ আসতে আসতে এবং রমজানের শেষের দিকে আরও বেশি পরিমাণের ক্রেতা আসবে ও বেঁচাকেনা ভালো মানের হওয়ার আশা করছি।
চুয়াডাঙ্গা বড় বাজার ও নিউ মার্কেট এলাকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে আমরা সর্বপরি প্রস্তত আছি, শহরে বিভিন্ন স্থানে পোশাকী পুলিশ, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও হুন্ডা মোবাইল টিম ব্যবস্থা করা হয়েছে।