ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস ।
রোববার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি বাহির হয় এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ সময় তিনি বলেন, এখন নিজের বাহন না থাকলেও রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে খুব সহজেই গন্তব্যে পৌঁছানো যায়। প্রতারণা ও হয়রানির শিকার না হয়ে ১০ কোটিরও বেশি নাগরিক মোবাইল ফিন্যান্সিয়াল ওয়ালেটের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠানোর পাশাপাশি আর্থিক লেনদেন করতে সক্ষম হচ্ছে। এর মধ্য দিয়ে দুর্নীতি, অপচয় এবং হয়রানি দূর করার পাশাপাশি গ্রাম-শহর, নারী-পুরুষ ও নবীন-প্রবীণের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে
এই উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা, চিত্রাংকন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।