চুয়াডাঙ্গায় দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” প্রতিপাদ্য ডিসি সাহিত্য মঞ্চে দুইদিন ব্যাপি চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল, কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে ২৫টি স্টলে বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর মধ্যদিয়ে আজ সকাল সাড়ে নয়টার সময় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বিজ্ঞান মেলার উদ্দেশ্য কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলা এবং মানুষের মাঝে বিজ্ঞানের কল্যাণ-অকল্যান সম্পর্কে ধারণা দেওয়া। পরিশেষে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থী খুদে বিজ্ঞানীরাই ভবিষ্যতের কাণ্ডারী হিসেবে এ দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।