চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রেম সংক্রান্ত ঘটনায় পূর্ব শত্রুতার জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
রবিবার দুপুর সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় অবস্থিত আল হেলাল ইসলামীয়া একাডেমী চত্বরে ওই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত তন্ময় আহমেদ তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ ওই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে তাকে ৩-৪ জন যুবক তাকে কোপাতে শুরু করে। পরে তারা পালিয়ে যায়। তপুকে রক্তাক্ত আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের বন্ধুরা জানান, মূলত এক মেয়ের সাথে তপুর প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সাথে কথা বলছিল। এসময় ফার্মপাড়ার ইমন, হকপাড়ার শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারালো রামদা ও চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দার বলেন, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষাকের কক্ষ থেকে বাইরে বের হতেই দেখি আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তপুকে কয়েকজন মিলে কুপিয়ে পালিয়ে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।
এদিকে, ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিহাবের বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। নিহত তন্ময় আহমেদ তপু ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট।