১৫ই মার্চ ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ভোক্তার অধিকার সংরক্ষণে সকলের সোচ্চার হওয়া উচিৎ। বিভিন্নভাবে প্রতিনিয়ত ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে।
এ বিষয়ে আমরা যদি একটু সচেতন হই তাহলে আমরা যেমন উপকৃত হবো তেমনি উপকৃত হবে সমগ্র দেশের মানুষ।
আলোচনা সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।