বাড়ির উঠোনে ছাগল বাধাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে বৃদ্ধ পিতা
ও ছোট ভাইকে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে মোকতার আলী নামের
এক পাষণ্ড।
চুয়াডাঙ্গা সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে এ
ঘটনা ঘটে। বৃদ্ধি পিতা আবদুল আজিজ মোল্লা ও ছোট ভাই মতিয়ার
রহমানকে গুরুতর জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে। অভিযুক্ত মোকতার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার
দিকে বড় ছেলে মোক্তার আলী তার একটা ছাগল উঠোনের একটি
চারাগাছের গোড়ায় বাঁধতে যায়। এ সময় বৃদ্ধ পিতা আবদুল আজিজ
মোল্লা (৭৫) ছাগলটিকে গাছের গোড়ায় না বেঁধে অন্য স্থানে
বাঁধতে বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে বসে থাকা বৃদ্ধ
পিতার ওপর ধারালো দা নিয়ে হামলে পড়ে মোকতার আলী। উপর্যুপরি
কুপিয়ে জখম করার সময় ছোট ভাই মতিয়ার রহমান (৩৫) ঠেকাতে গেলে
তাকেও কুপিয়ে জখম করে সে।
প্রতিবেশীরা পিতা আবদুল আজিজ মোল্লা ও ছেলে মতিয়ার রহমানকে
রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, ‘অভিযুক্ত
মোকতার আলীকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া
চলছে।’