চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬ জনকে ৪ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান গতকাল রবিবার বেলা সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন লকডাউন অমান্য করে দোকান খুলে রাখা, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪ (১)ধারায় ৪টি মামলায় ৬জন কে ৪৪০০/-(চার হাজার চারশত টাকা মাত্র)অর্থদন্ড প্রদান করেন।
এ সময় তিনি বলেন, লকডাউন পরিস্থিতির সকল নিয়ম-নীতি উপেক্ষা করার কারণে তাদের এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সোবহান আলী, পেশকার, আনসার ও ভিডিপি সদস্যাবৃন্দ। জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে তিনি জানিয়েছেন।