চুয়াডাঙ্গায় ৫ দিন ব্যাপি ভূমি-সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহন” এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। ৫ দিন ( ১৯-২৩ মে ) ব্যাপী সেবা সপ্তাহে প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত ভূমি মালিকদের সেবা প্রদান করা হবে।
নাম জারি, অনলাইনে রেজিষ্ট্রেশন, ভূমি কর প্রদানসহ ভূমি সংক্রান্ত সব ধরনের সেবার ব্যবস্থা রয়েছে। এ উপলক্ষে ৪ টি স্টল দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সকালে মেলা শুরু হলে স্টলগুলো ঘুরে দেখেন এবং তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ সেদিন হলো, যেদিন থেকেই ভূমি ব্যবস্থাপনা শুরু হলো। জমির মালিকরা ঘরে বসেই আবেদন করেই সব কাজ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনা ওই ভাবে ছিলোনা।
কালক্রমে ১৮৭৫ সালে সার্ভে এ্যাক্ট চালু হয়। ভূমির খাজনা নিতে দাখিলা লাগবে না। রেজিস্ট্রেশন করলে নিজেরা ঘরে বসেই খাজনা দিতে পারবেন। মিউটেশন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলেও সেবা পাবেন। সেবা সহজীকরণ করে মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে এটাই আশা করবো।
সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান। সকল ভূমি মালিকগণকে তাদের মোবাইল নম্বর, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি সর্বশেষ খতিয়ানের ফটোকপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি।
সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে অথবা নিজ নিজ ইউনিয়ন পৌর ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন, নজরুল ইসলাম, পৌর ভূমি কর্মকর্তা আতিকুল ইসলাম সহ বিভিন্ন স্থান থেকে আগত সেবা গ্রহীতা।