চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক সেবন রোধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি এই স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি ডাক বাংলো ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, মাদক আমাদের সমাজের একটি বড় অভিশাপ, মাদক সেবনের কারনে আমাদের সমাজে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যোকের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এ সময় তিনি মাদক সেবনের ভয়াবহ দিক গুলো তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম সেবা, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন,চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ ইশতিয়াক,চুয়াডাঙ্গা সিভিল সার্জন সাজ্জাৎ হোসেন, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের এডি শরীয়ত উল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।